• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শারজায় ড্রোনের মাধ্যমে পুলিশের ঘরে থাকার প্রচারণা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ অত্যাধুনিক ড্রোন এর মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় Stay Home ক্যাম্পেইন চালাচ্ছে।

যাতে বলা হচ্ছে- (ইংরেজি ও আরবিতে) দয়া করে নিজ গৃহে অবস্থান করুন। জনসমাগম স্থল পরিহার করুন। এমন কিছু করবেন না, যা আপনার ও আপনার পরিবারের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে। আমরা চাই আপনারা নিরাপদ থাকুন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মারা গেছে ১৯ হাজার ৬০৬ জন মানুষ। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৯ জন। বাংলাদেশেই মারা গেছেন ৫ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ৮ জন, যুক্তরাজ্যে ৫ জন ও ইতালিতে ১ জন বাংলাদেশি মারা যান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা