• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শীতে চুলে অতিরিক্ত খুশকির সমস্যা, রেহাই মিলবে এই পাতায়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

সারাবছর যতই অবহেলা করুন না কেন। শীতের এই সময়টাতে ত্বক ও চলের একটু বাড়তি যত্ন নিতেই হবে। কেননা এই সময়টাতে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। ফলে দেয়া দেয় নানান সমস্যা। এর জন্য মাথার ত্বকে খুশকি হয় অনেক বেশি। 

চুলের খুশকি দূর করতে অনেক কিছুই তো ব্যবহার করেন। আশানুরূপ ফল মেলে না কোনো কিছুতেই। এই সমস্যা থেকে দ্রুত মিউক্তি পেতে ব্যবহার করতে পারেন তেজপাতা। তেজপাতার রয়েছে বহুবিধ পুষ্টিগুণ। এটি নানা রোগ থেকে দেহকে রক্ষা করে। রূপচর্চায়ও দারুণ কার্যকর এ প্রাকৃতিক নিত্যপণ্য।

তেজপাতার অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্রণসহ যেকোনো ইনফেকশন দূর করতে পারে। চুল পড়ার সমস্যা দূর করতে তেজপাতা অতুলনীয় উপাদান। পানিতে তেজপাতা ভালো করে ফুটিয়ে তা ছেঁকে চুল ধোয়ার অভ্যাস করুন। এই পদ্ধতিতে খুশকিও দূর করা যায়। এছাড়া তেজপাতার তেল মাথার ত্বকে লাগালেও খুশকির সমস্যা থেকে দ্রুত রেহাই পাওয়া যায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা