• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সিরিয়ার পর আফগানিস্তান থেকেও বিপুল সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

সিরিয়ার পর আফগানিস্তান থেকেও কয়েক হাজার সৈন্যকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা তালেবানের সাথে যুদ্ধরত প্রায় সাত হাজার সেনাকে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এ সংখ্যা আফগানিস্তানে যুদ্ধরত মোট মার্কিন সেনার অর্ধেক।

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের খবর প্রকাশের এক দিন পর বৃহস্পতিবার এ সিদ্ধান্তের বিষয়টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে বুধবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সব মার্কিন সেনা তুলে নেয়ার প্রস্তুতির কথা জানা যায়। তবে কবে নাগাদ সেনা তুলে নেয়া শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এ বিষয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, সিরিয়ায় আইএসকে পরাজিত করা হয়েছে, তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকেও সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তার এসব সিদ্ধান্তের জেরেই প্রতিরামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

কতজন সেনা প্রত্যাহার করা হবে তা নিয়ে সিএনএন জানিয়েছে, প্রায় সাত হাজার সেনা সরিয়ে নেয়া হবে। আর রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৪ হাজার সেনার মধ্যে পাঁচ হাজারের বেশি সেনাকে প্রত্যাহার করা হবে। এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘমেয়াদি যুদ্ধ ও বিদেশে সামরিক হস্তেেপ ট্রাম্পের ধৈর্য কমে আসছে বলে মনে করা হচ্ছে। বুধবার ট্রাম্প এ ব্যাপারে তার শীর্ষ উপদেষ্টাদের মতামত অগ্রাহ্য করে সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণায় যুক্তরাষ্ট্রের শরিক দেশগুলো হতভম্ব হয়ে পড়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেসে রিপাবলিকানরা ুব্ধ প্রতিক্রিয়া জানান। নীতিগত সিদ্ধান্তের েেত্র প্রেসিডেন্টের সাথে ব্যাপক মতপার্থক্যের কারণে প্রতিরামন্ত্রী জিম ম্যাটিস হঠাৎ পদত্যাগ করেছেন বলে মনে করা হচ্ছে।
সূত্র মতে, মৌখিক নির্দেশেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা জানানো হয়েছে। কবে নাগাদ শুরু হবে তা নিয়ে আলোচনা হয়েছে, কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে তা ঘটতে পারে। তবে অর্ধেক সেনা কমিয়ে দেয়ার পর আফগানিস্তানে আফগান সেনা প্রশিণ, যুদ্ধের ময়দানে পরামর্শ, তালেবানসহ অন্যান্য গ্রুপের বিরুদ্ধে কার্যক্রম কিভাবে চালানো হবে, তা স্পষ্ট করা হয়নি। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে তালেবান আফগানিস্তানজুড়ে তাদের তৎপরতা বিস্তৃত করার সুযোগ পেতে পারে। মার্কিন প্রতিরা সদর দফতর পেন্টাগন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, এ ধরনের সিদ্ধান্তের ফলে বিদ্রোহী গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন নতুন পরিকল্পনার ছক কষবে বলে সতর্ক করেছে পেন্টাগন। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র গ্যারেট মারকুইস বলেছেন, ভবিষ্যতের কৌশলগত উন্নয়ন নিয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করবে না।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি থাকলেও গত বছর ট্রাম্প তালেবানের পুনরুত্থান ও আফগানিস্তানে সঙ্ঘাত রুখতে দেশটিতে মার্কিন সেনা রেখে দেয়ার পে অবস্থান ব্যক্ত করেছিলেন। প্রেসিডেন্টের এ সেনা প্রত্যাহারের ঘোষণায় হোয়াইট হাউজের বিদায়ী চিফ অব স্টাফ জন কেলি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও নাখোশ বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, আফগানিস্তানে সেনা কমানোর এ ঝুঁকিপূর্ণ কৌশল ওই অঞ্চলে মার্কিন অগ্রগতিকে উল্টে দিতে পারে।
মার্কিন সরকারের রিপোর্ট অনুসারে, গত তিন বছরে তালেবান তাদের অবস্থান আরো শক্তিশালী করেছে। দেশটির ৫৬ শতাংশ অঞ্চল আফগান সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। যেখানে ২০১৫ সালে ৭২ শতাংশ অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ ছিল। ১৭ বছরের আফগান যুদ্ধে দুই হাজার ৪০০ মার্কিন সেনা মারা গেছে।

প্রত্যাহার নিয়ে কাবুলের প্রতিক্রিয়া
এদিকে আলজাজিরা জানায়, আফগানিস্তান থেকে ৭ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে বিভিন্ন মার্কিন মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে, তার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সম্ভাব্য প্রত্যাহার দেশের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে না।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির প্রধান উপদেষ্টা ফজেল ফাজলি শুক্রবার টুইটারে বলেন,
পরামর্শ, প্রশিণ ও সহায়তায় নিয়োজিত কয়েক হাজার বিদেশী সৈন্য চলে গেলে তা আমাদের নিরাপত্তাকে প্রভাবিত করবে না

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা