• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

স্টারলিংক স্পেস ইন্টারনেট ব্যবহারের আহবান স্পেসএক্স-এর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ জুন ২০২০  

বিশ্বজুড়ে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে দেয়ার স্বপ্ন ইলন মাস্কের। তাই ‘স্টারলিংক’ প্রকল্পের আওতায় গত এক বছরে ৪৮০টি স্যাটেলাইট পাঠিয়েছে স্পেসএক্স। এসব স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহকৃত ইন্টারনেট পরীক্ষামূলকভাবে ব্যবহারের আহবান জানানো হয়েছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

এর আগে পাবলিক বেটা টেস্ট ও কাজের অগ্রগতির খবর জানাতে সম্ভাব্য ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন শুরু করেছিল স্পেসএক্স। জিপকোড ও ইমেইল অ্যাড্রেস দিয়ে এই রেজিস্ট্রেশন করেছেন অসংখ্য মানুষ। তাদেরকেই স্টারলিংক স্পেস ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে গতি পরীক্ষা করার আহবান জানিয়েছে স্পেসএক্স।

স্পেসএক্সের সিইও ইলন মাস্কের এক টুইটে জানা গেছে, সর্বপ্রথম সিয়াটেল ও জার্মানির বাসিন্দারা স্টারলিংক স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন। বছরের শেষ দিকে উত্তর আমেরিকায় স্টারলিংক স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। কার্যক্রম শুরু হলে উত্তর গোলার্ধের বাসিন্দাদেরকে তা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

প্রকল্পটি সফল হলে বিশ্বের সর্বত্র উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যাবে। স্টারলিংকের দাবি তাদের লেটেন্সি হবে ২০ মিলিসেকেন্ড। দ্রুত ঘটে যাওয়া অনলাইন কাজের সক্ষমতা বাড়াবে।

স্টারলিংক প্রকল্পে মহাকাশে ৪২ হাজার ব্রডব্যান্ড স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেসএক্স-এর। পুরো প্রকল্পে এক হাজার কোটি ডলার খরচ হতে পারে। এ পর্যন্ত কোম্পানিটি ১৭০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে।

চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল এবং কানাডার দক্ষিণাঞ্চলে ইন্টারনেট সেবা চালু করার আশা করছে কোম্পানিটি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা