• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে গড়ে ওঠেনি পর্যাপ্ত দুর্যোগ মোকাবিলার অবকাঠামো- ঘূর্ণি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

সিডর-আইলার পর ১১ বছরেও বাগেরহাটে গড়ে ওঠেনি পর্যাপ্ত দুর্যোগ মোকাবিলার অবকাঠামো- ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাধ। দুর্যোগকালীন ও পরবর্তী করণীয় বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সচেতনতা সৃষ্টি হলেও অবকাঠামোর অভাবে হতাশায় উপকূলবাসী। তাদের দাবি, পর্যাপ্ত ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দ্রুত বেড়িবাধ নির্মাণের।

২০০৭ সালের ১৫ই নভেম্বর রাতে প্রলয়ংকারী সুপার সাইক্লোন– সিডর আছড়ে পড়ে বাগেরহাট উপকূলের শরণখোলা, মোড়েলগঞ্জসহ জেলার ৯টি উপজেলায়। এতে লন্ডভন্ড হয়ে যায় বাগেরহাট জনপদের হাজার হাজার বাড়িঘর, নিহত হয় অনেক নারী পুরুষ-শিশু। এরই মধ্যে সিডরের ১১ বছর পেরিয়ে গেলেও দুর্গত এলাকাগুলোতে নির্মাণ হয়নি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার ও বেড়িবাধ। তবে বিভিন্ন দুর্যোগের পর ইউনিয়ন পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা– জাগ্রত যুব সংঘের মহড়া প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে সচেতন হয়েছেন অনেকে।

দুর্যোগকালে ও পরবর্তী করণীয় বিষয়ে শুধু প্রশিক্ষণ নয়– প্রশিক্ষণের পর প্রয়োজনীয় সরঞ্জামাদিও দরকার বলে জানান মহড়া প্রকল্পের প্রশিক্ষক। দুর্যোগ ব্যবস্থাপনায় যে কমিটিগুলো আছে সেগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। বাগেরহাটের ৯টি উপজেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে বেড়িবাধ নির্মাণ কাজও চলমান রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা