• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ৫০ নারীকে কম্পিউটার সনদপত্র প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

বাগেরহাটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে সরকারী ভাবে প্রশিক্ষন নেয়া নারী কম্পিউটার প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ডা. মোজাম্মেল হোসেন।

 

বাগেরহাট জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শরিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা কাওছারুল হক প্রমুখ।

 

প্রধান অতিথি বলেন, নারীরা আজ কোন ভাবেই পিছিয়ে নেই। বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। সরকারী ভাবে মহিলারা কম্পিউটার প্রশিক্ষন গ্রহন করছেন। এর ফলে দেশে কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধি পবে।

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে জাতীয় মহিলা সংস্থা কম্পিউটার প্রশিক্ষন প্রকল্প বাগেরহাট জেলায় ৫০ জন নারীকে এই প্রশিক্ষন দেয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা