• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লেখা-লেখির চর্চা অনেক বেশী হওয়া উচিত : কামরুজ্জামান টুকু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ আগস্ট ২০২৩  

বাগেরহাট জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, লেখালেখির চর্চা অনেক বেশী হওয়া উচিত। বিশেষত: রাজনীতিক বা সমাজের বিশিষ্ট জনদের অভিজ্ঞতাও লিপিবদ্ধ হওয়া উচিত।  পেশাদার লেখক হয়তো সবাই হবেন না, তাই বলে সমাজের নানা স্থানে যাঁরা ভ‚মিকা রাখছেন, তাঁদের অভিজ্ঞতা ও সমাজ-জীবন সম্পর্কে তাদের ভাবনা লিপিবদ্ধ হওয়া উচিত। এ পেক্ষাপটেই তিনি তাঁর নিজের উপলব্ধি-অভিজ্ঞতা ও সমাজ-ভাবনা নিয়ে গ্রন্থ রচনা করবেন বলে উলে­খ করেন। 

এড. বিপ্লব কান্তি মন্ডলের প্রথম প্রবন্ধ গ্রন্থ, ’বিচিত চিন্তা সমগ্র’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু মান্যবর অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা স ম বাবর আলী। আলোচনায় অংশ নেন লেখক এড. বিপ্লব কান্তি মন্ডল, নাট্যকার-গীতিকার মোকলেসুর রহমান বাবলু, মেহেরুন্নিছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা খাতুন শম্পা, এড. সাব্বির আহমদ ছোট্টু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক-সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। 

বিচিত চিন্তা সমগ্র-এ বিশটি প্রবন্ধ সংকলিত হয়েছে। সম-সমায়িক নানা বিষয়ই এসব লেখায় ঠাঁই পেয়েছে। আছে আঞ্চলিক ইতিহাস, ভাষার ইতিহাস, অনার্য সভ্যতা, শিক্ষক সম্পর্কে অনুভ‚তি প্রভৃতি। প্রাবন্ধিক বিপ্লব কান্তি মন্ডল বলেন, শৈশবে বাড়ির লাইব্রেরির বই পড়েই পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, পরে রাজনৈতিক জীবনের প্রয়োজনে পড়াশোনা এবং শেষে আইনজীবী হিসেবে পেশাগত পড়াশোনা; করোনাকালের অবসরে নিজস্ব ভাবনাই লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। যা গ্রন্থাকারে প্রকাশিত হ’ল। এক্ষেত্রে তাঁর কন্যা বৃষ্টি-ঝরা বিপ্লবের ভ‚মিকা অনবদ্য।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা