• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিতে বাজার তদারকি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

বাগেরহাটে সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ, আলু, ডিম ও সয়াবিন তেল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বাগেরহাটের যাত্রাপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো জরিমানার টাকা পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা