বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগী, সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩

বাগেরহাটে হু-হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন ডেঙ্গু রোগী। সরকারি হিসেবে সোমবার পর্যন্ত জেলায় আক্রন্তের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে। তবে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিকের পরীক্ষা বিবেচনায় নিলে আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে দাবি সচেতন মহলের। হঠাৎ করে রোগী বৃদ্ধি পাওয়ায় সঠিক সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসসকরা।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বাগেরহাটের বিভিন্ন সরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৬৭০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সব থেকে বেশি ৩০২ জন। এছাড়া ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন, রামপালে ৭১, কচুয়ায় ৬২, শরণখোলায় ৫৬, চিতলমারীতে ৩১, মোলাহাটে ১৮, মোংলায় ২১ এবং মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া জেলা হাসপাতাল থেকে ২৬ জন এবং শরণখোলা থেকে ২ জন ডেঙ্গু রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে সোমবার দুপুর পর্যন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গেল তিন চারদিন ধরে এই হাসপাতালে ৪০-৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। যা গেল সপ্তাহে ছিল ২০-২৫ জন। এছাড়া এই হাসপাতালে এখন পর্যন্ত দুই সহস্রাধিক রোগীর ডেঙ্গু পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৫ শতাধিক রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। সেই হিসেবে পরীক্ষার প্রায় ২৫ শতাংশ রোগী ডেঙ্গু আক্রান্ত ছিলেন।
অন্যদিকে জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারেও বেশকিছু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের পরীক্ষায়ও বেশকিছু রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সরেজমিনে জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে প্রবেশের দরজায় পাশেই প্লাস্টিকের ডাস্টবিনের পাশে ডাবের খোসা, কাগজ, পলিথিনসহ বিভিন্ন ময়লা আবর্জনার স্তূপ। ভতরে ভেপসা গরম ও গন্ধ। গরম থেকে বাঁচতে রোগীরা মশারি খুলে রেখেছেন। কেউ কেউ গন্ধ সহ্য করতে না পেরে ওয়ার্ডের বাইরে খোলা জায়গায় মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।
তিন তলার মেঝে চিকিৎসা নেওয়া মোঃ ইকবাল বলেন, ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলাম। কিন্তু দুর্গন্ধে থাকতে না পেরে মেঝেতে এসে রয়েছি। ওখানে থাকলে, মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাবে।
একই স্থানে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগী হাফিজুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম বলেন, পাঁচদিন ধরে হাসপাতালে আছি। স্যালাইনসহ কিছু ওষুধ হাসপাতাল থেকে দিয়েছে। কিন্তু বমির ইনজেকশন, প্রোল্যাকটো ও ইলেক্ট্রো নামের দু’টো ওষুধ নিয়মিত কিনতে হচ্ছে। এগুলো পেলে আমাদের খুব ভালো হতো।
ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নেওয়া আলোকদিয়া এলাকার নজরুল ইসলাম নামের এক রোগী বলেন, হাসপাতাল এত অপরিষ্কার তা বোঝানো যায় না। সৌচাগারে আলো নাই, ট্যাপ নাই, দরজার সামনে ময়লা। গরীব মানুষ তাই, সরকারি হাসপাতালে এসেছি। কিন্তু এত অপরিষ্কার জায়গায় থাকলে তো অসুস্থ হয়ে যাব।
এদিকে বাগেরহাট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন থাকলেও, খোলা বাজারে সব ধরনের স্যালাইনের চরম সংকট চলছে। শুধু ডেঙ্গু চিকিৎসার স্যালাইন নয়, গেল দুই মাস ধরে কোন কোম্পানি স্যালাইন সাপ্লাই দিচ্ছেনা বলে দাবি ওষুধ ব্যবসায়ীদের। যার কারণে নরমাল স্যালাইন, ডিএমএস, ডিএসহ সব ধরনের স্যালাইন বেশি দামে ক্রয় করতে হচ্ছে রোগীদের।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতালে ২ হাজারের অধিক রোগীর ডেঙ্গু পরীক্ষা করেছি আমরা। এর মধ্যে ৫ শতাধিক রোগীর ডেঙ্গু পজেটিভ পেয়েছে। ৩০২ জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। ২৬ জনকে আমরা উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে ৪২ জন রোগী ভর্তি আছে। যা গেল সপ্তাহে ছিল, মাত্র ২০ থেকে ২৫ জন।
তিনি আরও বলেন, শুধু ডেঙ্গু নয়, হাসপাতালে সব ধরনের রোগী বৃদ্ধি পেয়েছে। ওষুধের সরবরাহ স্বাভাবিক থাকলেও, জনবল সংকটের কারণে রোগীদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যার কারণে মানুষের কাক্সিক্ষত সেবা প্রদানে কিছুটা ব্যত্যয় ঘটছে। এর পরেও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় হুহু করে ডেঙ্গু বাড়লেও, মশা নিধনে উলেখযোগ্য তেমন কোন কর্মকান্ড বাগেরহাটে নেই। বাগেরহাট পৌরসভার পক্ষ থেকে মশা নিধনে ফগার মেশিন দিয়ে কয়েকবার ¯েপ্র ও মাইকিং করা হলেও, অন্যান্য পৌরসভা ও উপজেলায় কোন কার্যক্রম হয়নি।
এ বিষয়ে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, মশা নিধনে আমরা ফগার মেশিন দিয়ে ¯েপ্র করেছি। মাইকিং করা হয়েছে। এছাড়া সকলকে তার বাড়িঘর ও অন্যান্য স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

- বাণিজ্যিক জাহাজ থেকে ৩৭ কয়লা চোরাকারবারী আটক
- যারা নির্বাচনে বাধা দিবে ভিসানীতি তাদের বিরুদ্ধে কার্যকর হবে
- আমরা জানি কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় : পররাষ্ট্রমন্ত্রী
- রাশিয়ার ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের তালিকায় বাংলাদেশ
- রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়েছে জাহাজ
- অসময়ের তরমুজ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়
- বাগেরহাট সুপার অয়েল মিশিয়ে ভেজাল নারিকেল তেল তৈরি,জরিমানা
- দেশের উন্নয়নের ধারা বৃদ্ধি করতে আ.লীগের বিকল্প নেই
- বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- বিশ্ব মেরিটাইম দিবসের সাফল্য কামনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।
- লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
- সর্দি-কাশি হলে কি কলা খাওয়া ঠিক
- বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা
- বদলে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক চিত্র
- সুন্দরবনের নৌবহরে যুক্ত হলো আরও নতুন ৬ জলযান
- প্রায় ৩২ হাজার টন কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা
- রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি`র মতবিনিময় সভা
- ফকিরহাটে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
- ইথিওপিয়ার সঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশ-কাজাখস্তান ভিসা অব্যাহতি চুক্তি সই
- উদ্বিগ্ন নয় বলছে আওয়ামী লীগ, বৈশ্বিক আস্থাহীনতা দেখছে বিএনপি
- সেবা সক্ষমতা বেড়েছে ফায়ার সার্ভিসের
- তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
- খুনি জিয়ার মরণোত্তর বিচার চায় ‘মায়ের কান্না’
- নতুনরূপে আসছে বঙ্গবন্ধু স্টেডিয়াম
- পেনশন প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে
- নিষেধাজ্ঞা দিলে দেবে, আমাদের তো বাংলাদেশ আছে: প্রধানমন্ত্রী
- মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু ডিসেম্বরে
- রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক
- সরকার ৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায় : সিটি মেয়র
- পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার খুলছে শুক্রবার
- বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত
- বাগেরহাটে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
- বাংলাদেশে পদলেহনকারী সরকার চায় অনেক দেশ: প্রধানমন্ত্রী
- চিত্রাপাড়ে মিনি সুন্দরবনের জীববৈচিত্র্য
- রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চোরাই তার সহ আটক ৪
- খালেদা জিয়া ছাত্রদের দিয়েছিল অস্ত্র, আমি দিয়েছি খাতা-কলম
- মোল্লাহাট থেকে ‘আনসার আল ইসলাম’ এর পাঁচ সদস্য আটক
- ঐতিহাসিক সফরে ল্যাভরভ-ম্যাক্রোঁকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ
- স্মার্ট বাংলাদেশ গঠনে সক্রিয় থাকার শপথ নিলেন ছাত্রলীগ নেতাকর্মী
- মোরেলগঞ্জেরপানগুছি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে প্রথম ট্রেন নিয়ে ছুটবেন লোকোমাস্টার ‘এনামুল ও হোসেন’
- রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তার পাচার কালে গাড়ীসহ আটক-৩
- সুন্দরবনে নদীতে বাঘের সাঁতার দেখলেন দর্শনার্থীরা
- সুপার অয়েল মিশিয়ে নারিকেল তেল তৈরী, ১০ হাজার টাকা জরিমানা
- দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী
- যে স্মার্টফোন টানা ১০ বছর ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে কোম্পানি
- বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন
