• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুপার অয়েল মিশিয়ে নারিকেল তেল তৈরী, ১০ হাজার টাকা জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

 

বাগেরহাটে পাম অয়েল মিশিয়ে ভেজাল নারিকেল তেল তৈরি এবং বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অপরাধে নাসির উদ্দিন বালি নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার কলবাড়ি এলাকার মিম এন্টারপ্রাইজ নামের কারখানায় অভিজান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। এসময় বিভিন্ন ব্রান্ডের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযুক্ত ব্যবসায়ী সেচ্ছায় জরিমানার টাকা পরিশোধ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ্ আল ইমরান বলেন, দীর্ঘ দিন ধরে এই ব্যবসায়ী বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল নারিকেল তেল বাজারজাত করছেন। মাত্র ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে তিনি নারকেল তেল বিক্রি করতেন। কিন্তু নারকেলের তেলের উৎপাদন ব্যয় হিসেব করে দেখা যায়, প্রতি কেজির মূল্য দাড়ায় ৮০০ থেকে ১০০০ টাকা।

তিনি আরো বলেন, আমাদের এই অভিজান অব্যাহত থাকবে । পরবর্তিতে যদি এমন কিছু ঘটে তবে আমরা আইনানুক ব্যবস্থা নিব।

এ বিষয়ে ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি নারিকেল তেলে ভেজাল মেশানোর কথা স্বীকার করেন।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা