• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ঐতিহ্যবাহী লাঠিখেলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শালতলা মোড়ের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চিতলমারি, মোল্লাহাট ও মোংলা উপজেলার তিনটি দল অংশ নেয়। প্রতিটি দল লাঠি নিয়ে তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন।

শারীরিক কসরতের মধ্যে উল্লেখযোগ্য ছিল, লাঠিখেলা, কলস মাথায় নিয়ে হাঁটা, ডিগবাজি, নাচ, বউসাজা ও বিভিন্ন ধরনের প্রতিরোধ কৌশল। এসব দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশু-কিশোররা।  

গ্রাম-বাংলার লাঠিখেলা দেখতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ হাজির হন। বিভিন্ন দলের শারীরিক কসরত দেখে আনন্দ প্রকাশ করেন তারা। কিছুক্ষণের জন্য পুরোনো দিনে ফিরে যান বয়স্করা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা