• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুলনায় কলেজ ছাত্র হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

খুলনার দৌলতপুর বিএল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লা (২৭) কে কুপিয়ে হত্যাকাণ্ডের মামলার দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় সাজাপ্রাপ্তদের সহোদর ৮ ভাই ও ৪ জন চাচাত ভাইকে খালাশ দেওয়া হয়েছে।

বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন দেয়ানা পুর্বপাড়া হাসপাতাল রোডের আমির আলী শেখের ছেলে আরিফ (২৮) ও রহমত (২২)। আদালতের বিশেষ পিপি মো. আহাদুজ্জামান ও আসামি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২০ জুন রাত সাড়ে ১০টার দিকে দেয়ানা উত্তরপাড়া হাসপাতাল মোড় এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় শিবলুকে। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এলাকায় বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি রাম দা, দুটি ছোরা, একটি লোহার রড ও দু’টি লাঠি আলামত হিসেবে জব্দ করে। এর মধ্যে ১৫ ইঞ্চি সাইজের একটি ছোরা, যার বাট নেই। পুলিশ জানায়, এটি শিবলুর বুকে ঢুকিয়ে দেয়া হয়েছিল। কিন্তু টেনে বের করার সময় বাটটি খুলে পড়ে যায়। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা