• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কুষ্টিয়ায় পৃথক মামলায় মৃত্যুদণ্ডসহ ৩ জনের যাবজ্জীবন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

কুষ্টিয়ায় হত্যা ও মাদকের পৃথক দু’টি মামলার রায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন আদালত। বুধবার নারী শ্রমিক শাপলাকে (২২) হত্যার দায়ে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম আসামি রবিউল ইসলাম ওরফে রবিকে (৬২) মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

অপরদিকে দৌলতপুর থানার মাদক মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- মোকা খাঁ, জাকির হাওলাদার ও আবু সুফিয়ান। দণ্ডপ্রাপ্ত এ তিন আসামি পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২১ এপ্রিল সন্ধ্যায় ইটভাটার নারী শ্রমিক শাপলা ভেড়ামারা উপজেলার বারোমাইল নামক এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন দুপুরে পার্শ্ববর্তী লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নিহতের মা শাহানা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত রবিউল ইসলাম ওরফে রবিকে একমাত্র আসামি করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে মামলাটি প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডের এ রায় দেন।

অপরদিকে, ২০১৭ সালের ৩০ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ সীমান্ত চৌকি পাহারা দেওয়ার সময় ৪৭-বিজিবির টহল দলের ধাওয়া খেয়ে একদল পাচারকারী ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালতে মামলা দুটি প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা