• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

বরিশালে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ও পোড়া তেল ব্যবহার করে খাবার উৎপাদন এবং ফ্রিজে বাঁসি খাবার রাখার দায়ে দু’টি চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বেলা ১২টার দিকে নগরীর পুলিশ লাইনস রোডে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ও পোড়া তেল ব্যবহার করে খাবার উৎপাদন এবং ফ্রিজে বাঁসি খাবার রাখার দায়ে দু’টি চাইনিজ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক জানান, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে ও পোড়া তেল ব্যবহার করে খাবার উৎপাদন এবং ফ্রিজে বাঁসি খাবার রাখার দায়ে ওই দুই রেস্টুরেন্টকে জরিমানা এবং তাদের সতর্ক করা হয়। 

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স যাচাই-বাছাই এবং লবণের বিষয়েও খোঁজখবর নেন বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা