• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলায় রদবদল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৬৪ জেলার কর্মকর্তাদের রদবদল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এর আগে সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে ৬৪ জেলার কর্মকর্তাদের বদলি করে। নতুন বদলির কারণে পূর্বের সকল আদেশ বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিদ্যালয়ে ‘ওয়ান ডে ওয়ান-ওয়ার্ড’ কর্মসূচি প্রত্যেক ছাত্রছাত্রী কর্তৃক পালন নিশ্চিত করতে হবে। উৎসাহিত করতে প্রয়োজনে মেধাবীদের পুরস্কৃত করতে হবে। শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং বিষয়গুলো গুরুত্বের সাথে দেখতে হবে। শিক্ষকগণ লেসন প্ল্যান অনুযায়ী পাঠদান করছে কি না সেটি গুরুত্ব সহকারে নজরে রাখা, শিক্ষকদের নিয়মিত ল্যাপটপ ব‌্যবহার এবং আইসিটি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি গুরুত্বারোপ, মৌলিক সাক্ষরতা প্রকল্পের অধীন ২১ লাখ নিরক্ষরকে সাক্ষর করে তোলার কার্যক্রম তদারকি করতে হবে তাদের।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা