• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

২৫০ বছর ধরে যে গ্রামের সবাই মার্বেল খেলে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

প্রায় ২৫০ বছর ধরে একটি গ্রামের সবাই, বছরের নির্দিষ্ট দিনে মারবেল খেলে। অবাক করা তথ্য হলেও সত্যি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক গ্রামের পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় আড়াইশ’ বছর ধরে মেলাটির আয়োজন করে আসছেন এলাকাবাসী।

তবে, প্রচারের অভাবে এখনো বিচিত্র এই উৎসবটি’র খবর জানে না, দেশ ও দেশের বাইরের মানুষ। সব বয়সের মানুষ যে যার মতো করে এ খেলায় অংশ নেয়।

১৭৮০ খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এর ব্যতিক্রম হয়নি। এ গ্রামে মার্বেল উৎসবের পাশাপাশি বসে পৌষের মেলা।

গ্রামবাসী চায়, তাদের শত বছর ধরে লালন করা এই ঐতিহ্যের কথা সবাই জানুক। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা