• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ইথিওপিয়ার ওরোমো সম্প্রদায়ের ধন্যবাদজ্ঞাপন উৎসব

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

কুয়েতে অবস্থানরত ইথিওপিয়ান প্রবাসীরা সাড়ম্বরে উদযাপন করেছে ধন্যবাদজ্ঞাপন উৎসব। বার্ষিক এ উৎসবটি ইথিওপিয়ানদের কাছে  Irreecha নামের পরিচিত। এ দিনটিতে ইথিওপিয়ার ওরোমো সম্প্রদায়ের লোকদের ছুটি থাকে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে এ বছর শুক্র ও শনিবার দিনটি উদযাপিত হয়েছে। হাজার হাজার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে ও গাড়িতে করে রাজধানীতে হাজির হন। তারা নেচে-গেয়ে এবং পতাকা নাড়িয়ে আনন্দ প্রকাশ করেন।

ফসল কাটার মৌসুমের শুরুটাকে রাঙিয়ে দিতে এ দিবস উদযাপন করা হয়। উৎসবে দেবতার প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন ওরোমো সম্প্রদায়ের মানুষরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা