• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শীতলক্ষ্যায় নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্র ইয়াছিনের (১৪) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের সদর থানাধীন কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। 

ইয়াছিন স্থানীয় রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং সিদ্ধিরগঞ্জস্থ আজীবপুর বাইন্নাপড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পরিবারের লোকজন জানায়, শনিবার বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাঁতরে একটি চলমান বাল্কহেডে উঠতে গিয়ে ঐ বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ইয়াছিন। 

এদিকে, নিখোঁজের ২৮ ঘন্টা পর উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে আদমজী ফায়াস সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ শাহজাহান জানালেও পরিবারের লোকজন বলছে ডুবুরী দল ইয়াছিনের সন্ধানে নদীতে নামেনি। 

 

নিহত ইয়াছিনের ভাই মোঃ জীবন বলেন, শনিবার দুপুর ১২টায় আমার ভাই নিখোঁজ হলেও ফায়ার সার্ভিসের ডুবুরী দল পরদিন বিকাল ৪টায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তবে নিখোঁজ হওয়ার একদিন পার হয়ে যাওয়ায় তারা উদ্ধার কাজ চালাবেনা জানিয়ে চলে যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)  মোঃ আজিজুল হক লাশ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করে বলেছন, ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ কাজ করছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা