• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘শেখ হাসিনাই অনুপ্রেরণা’

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ার পরই প্রিয়াঙ্কা গান্ধী উচ্ছ্বাসে যেভাবে তাঁকে জড়িয়ে ধরেছিলেন, তা ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে গতকাল রবিবার প্রচারিত হয়েছে বারবার। শেখ হাসিনাকে দেখা গেছে কয়েকবার প্রিয়াঙ্কা গান্ধীর পিঠ চাপড়ে দিতে। এই উচ্ছ্ব্বাসের কারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাঁর বার্তায় লিখেছেন ছবিসহ।

প্রিয়াঙ্কা লিখেছেন, ‘শেখ হাসিনাজির সঙ্গে অনেক বিলম্বিত আলিঙ্গন। অনেক দিন ধরে তাঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষা করেছি। অনেক বড় ব্যক্তিগত ক্ষতি ও কষ্ট কাটিয়ে ওঠার শক্তি এবং তিনি যা বিশ্বাস করেন তা অর্জন করার ক্ষেত্রে তাঁর সাহস ও অধ্যবসায় আমার জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে আছে; সব সময় তা থাকবে।’

৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা গান্ধী প্রায় ২০ বছর বয়সে তাঁর বাবা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হারান। দাদি ইন্দিরা গান্ধীকে হারিয়েছেন ১২ বছর বয়সে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ বছর বয়সে ছোট বোন ছাড়া পুরো পরিবারকে হারান। ঘাতকের হামলার শিকার হয়েছে দুই রাজনৈতিক পরিবারই। এরপর আবার তাদের ঘুরে দাঁড়ানোর মধ্যেও সাদৃশ্য আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল রবিবার দুপুরে নয়াদিল্লির তাজমহল হোটেলে সাক্ষাৎকরতে এসেছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ড. মনমোহন সিং, আনন্দ শর্মা ও প্রিয়াঙ্কা গান্ধী।

বৈঠক কক্ষের দরজায় দাঁড়িয়ে শেখ হাসিনা তাঁদের স্বাগত জানান। প্রথমেই ঢোকেন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং। এরপর প্রিয়াঙ্কা গান্ধী কক্ষে ঢুকেই হাসিমুখে উচ্ছ্ব্বাসে শেখ হাসিনাকে জড়িয়ে ধরেন। সোনিয়া গান্ধীর সঙ্গে করমর্দন শেষে তাঁর হাত ধরেই বৈঠকের জন্য নির্ধারিত আসনের দিকে এগিয়ে যান শেখ হাসিনা।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সাক্ষাতে বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী স্মৃতিচারণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও দেশটির জনগণের অবদানের কথা স্মরণ করেন।

সাক্ষাত্কালে প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে আসায় তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি সোনিয়া গান্ধীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান। সাক্ষাত্কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

চার দিনের নয়াদিল্লি সফর শেষে প্রধানমন্ত্রী গত রাতে ঢাকায় ফিরেছেন।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা