• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুগন্ধা নদীর ভাঙনরোধে কাজ শুরুর নির্দেশ প্রতিমন্ত্রীর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রাম। শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার পর এখন হুমকিতে বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসহ (দোয়ারিকা সেতু) আরও অনেক সরকারি-বেসরকারি স্থাপন।

সুগন্ধা নদীর ভাঙগনের কবল থেকে সেতুসহ অন্যান্য স্থাপনা রক্ষায় ৩ কোটি টাকার একটি অস্থায়ী প্রকল্প পাশ হলেও কাজ শুরু হচ্ছিলো না।

এ অবস্থায় আজ সকালে সুগন্ধা নদীর ভাঙনকবলিত মহিষাদী এলাকা পরিদর্শন করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

আগামী মঙ্গলবার থেকে কাজ শুরু করে মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামাণিক ও নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এবং সড়ক ও জনপথ বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত প্রধান  প্রকৌশলী সুশীল কুমার সাহা ও নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প হলেও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৬০ হাজার জিও ব্যাগ ফেলে অস্থায়ী ভিত্তিতে সুগন্ধা নদীর ওই পয়েন্টে ৪শ’ মিটার এলাকায় নদী ভাঙনরোধের কাজটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা