• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বান্দরবানে মিয়ানমারের সেনা সদস্য আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে মিয়ানমারের সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

ভাল্লুকখাইয়া সীমান্তের ৪৯নং সীমান্ত পিলারের পাশের হাতিছড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

আটক সেনা সদস্যের নাম অংবোথিন। আটকের সময় তার পরনে সে দেশের সেনাবাহিনীর পোশাক ছিল।

বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল বায়েজিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে অংবোথিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে দাবি করেছেন। তিনি বর্তমানে মিয়ানমারের বান্ডুলা ৫০ ক্যাম্পে দায়িত্বরত রয়েছেন বলে জানিয়েছেন। 

কক্সবাজার বিজিবির রিজিওনাল কমান্ডার বি.জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান  জানান, আটক সেনা সদস্যকে মিয়ানমার ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তাকে গ্রহণ করার জন্য মিয়ানমার সেনাবাহিনী ও বিজিপি প্রস্তুতি নিয়েছে। শুক্রবার যেকোন সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু অথবা টেকনাফ উপজেলার নয়াপাড়া পয়েন্ট দিয়ে তাকে হস্তান্তর করা হবে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা