• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি : পররাষ্ট্রমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং বিশ্ববাসী এটা স্বীকারও করেছে।’
আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এই আলোচনা সভার আয়োজন করে।
‘শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে’, উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদিও কেউ কেউ এটা নিয়ে বড় বড় কথা বলেছে। কিন্তু যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচন হলো আমরা সর্বোচ্চ ভোটে জয়লাভ করলাম। তার অর্থ হলো শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখে।’
ড. মোমেন বলেন, ‘নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার একের পর এক অর্জন করে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর দূরদর্শিতা।’
ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র। চীনের সঙ্গেও আমাদের অনেক বাণিজ্য রয়েছে। চীন ও ভারতের সাথে ভারসাম্য নিয়ে বাংলাদেশকে চলতে হয়। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়- এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা