• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

মোল্লাহাটে আসন্ন রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার রায়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল বিশ্বাস ও নুসরত জাহান, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমূখ। উল্লেখ্য, এ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মোট ৮৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো, ভুট্রা, সরিষা, খেষারি, বিটি বেগুন, গ্রীষ্মকালীন মুগ ও সার বিতরণ করা হয়।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা