• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় ৪৩০ চাষীকে বীজ ও সার বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

বাগেরহাটের শরণখোলায় সরকারের প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে রবি-২০১৮-১৯ মৌসুমে শস্য আবাদের জন্য ৪৩০জন চাষীকে বিভিন্ন ধরণের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ বীজ-সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিন শারমিন স্নিগ্ধা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফজলুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মীর সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, উপজেলার ৪৩০ জন চাষীর মধ্যে ৭০ জনকে আট কেজি খেসাড়ি, ৭০ জনকে এক কেজি সরিসা, ১০০জনকে দুই কেজি ভুট্টা, ১৮০ জনকে পাঁচ কেজি মুগ ডাল, ১০ জনকে পাঁচ কেজি বোরো বীজ এবং ২০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সারসহ একটি প্রণোদনা প্যাকেজে দেওয়া হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা