• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পদ্মাসেতু উদ্বোধনঃ বাগেরহাটে টুরিস্ট পুলিশের স্বাস্থ্য ক্যাম্প

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন। বাংলাদেশ পুলিশের বিশেষ এই ইউনিটটির উদ্যোগে শনিবার (২৫ জুন) দিনব্যাপি বাগেরহাটের মোংলা উপজেলার মামার ঘাট এলাকায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা “আমাদের গ্রাম” এর ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্পের কারিগরি সহায়তায় সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এসময়, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা প্রকল্পের বোর্ড অফ ডিরেক্টর এর সদস্য মুসা ইব্রাহীম, আমাদের গ্রামের কর্মকর্তা শেখ সাদীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৫শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়।

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন- ১৬ ডিসেম্বরের মত ২৫ শে জুন আমাদের আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও সগৌরবের আরেকটি বিজয় দিবস। তাই এইদিন টিকে স্মরনীয় করে রাখতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কিছুটা হলেও হতদরিদ্র মানুষের উপকার করতে পেরেছি, এটাই আমাদের প্রশান্তি। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা