• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় আগুনে সাতটি দোকান ভস্মিভূত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২  

বাগেরহাটের শরণখোলার অগ্নিকান্ডে অন্তত ৭টি দোকান ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়েন্দা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরণখোলা ফায়ার সার্ভিস দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ে সাতটি দোকান পুড়ে ভস্মভূত হয়ে যায়। এতে ব্যবসায়ীদের অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, মোঃ ওহিদুজ্জামান লিটনের ফার্নিসারের দোকান, মোঃ মোস্তফা হাওলাদার ফার্নিসারের দোকান, মোঃ জাহাঙ্গীর শাহার হাসান গার্মেন্টস, মোঃ ওলিউল্লাহ হাওলাদারের পাখি হাউস, আঃ সালাম হাওলাদারের বিভিন্ন পন্যের তিনটি তিনটি গোডাউন।

ব্যবসায়ী মোঃ ওলিউল্লাহ হাওলাদার বলেন, ফজরের নামাজ শেষে রাস্তায় বের হয়ে স্থানীয় কিছু লোক দোকানগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। সাথে সাথে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয় তারা। ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে নেভাতে আমাদের দোকানগুলি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে আমাদের দোকান মালিকদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশনের সাব অফিসার শেখ ফিরোজ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৫টা ২২ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌছাই। দুই ঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা