• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

চিতলমারীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণা কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতা এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি পরিচালক রুবিনা গনি, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান, আন্তজার্তিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের (আইএফপিআরআই) সিনিয়র প্রোগ্রাম অফিসার আকলিমা পারভিন, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রোগ্রাম পলিসি অফিসার মোহাম্মদ মামুনুর রশীদ, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি খুলনা কার্যালয়ের প্রধান মাহফুজ আলম ও চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান শেখ মাহাতাবুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্নাসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা