• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের চুলকাটি বর্নিকপাড়া দূর্গামন্দিরে মহানামযজ্ঞ আগামীকাল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের চুলকাটির বনিকপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে বিশ্ব জননীর ও দেশ মাতৃকার সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় ৫ম বার্ষিকী উপলক্ষে ১৬প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্টান আগামী রবিবার (৫ই ফেব্রয়ারী) মহানাম যজ্ঞের শুভ অধিবাস এর মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে মন্দির কমিটি বিশাল আয়োজনে মন্দিরকে আলোকসজ্জায় সুসজ্জিত করেছেন সোমবার (৬ই ফেব্রয়ারী) ও মঙ্গলবার (৭ই ফেব্রয়ারী) দিন ও রাত ব্যাপী মহানামযজ্ঞ এবং বুধবার (৮ই ফেব্রয়ারী) মহোৎসব এর মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্টান সমাপ্ত হবে।
মন্দিরের আয়োজন কমিটি সুত্রে জানা গেছে, মহানাম সূধা যারা পরিবেশন করবেন তারা হলেন, রামপালের প্রদীপ মন্ডলের জয়পাগল সম্প্রদায়, ডুমুরিয়ার সরস্বতী সরকারের শ্রী জয় কৃষ্ণ সম্প্রদায়, বটিয়াঘাটার লিটন বৈরাগীর শ্রীশ্রী ব্রজের রাখাল সম্প্রদায়, পিরোজপুরের কাকলী মল্লিকের জয় মা তারা সম্প্রদায়, বাগেরহাটের সমারেশ দাশ’র আদি বৃন্দাবন সম্প্রদায় ও ঢাকার বৈধ্যনাথ বণিক’র জয় মহাপ্রভু সম্প্রদায়। উক্ত মহানামযজ্ঞানুষ্ঠানে সকল ভক্তদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি সহ নামসুধা উপভোগ করার জন্য কমিটির সভাপতি দিলিপ দত্ত ও সাধারন সম্পাদক নিতাই শিংহ বিনীত অনুরোধ করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা