• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  

বাগেরহাটের জেলার বিভিন্ন উপজেলার মতো কচুয়া উপজেলায়ও নানা আয়োজনে  বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কচুয়ার আয়োজনে গতকাল সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১০ টায়  শেখ তন্ময় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় সংগীত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামানের সঞ্চালনায় ও কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা: তাছমিনা খাতুন এর সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রড মোঃ জাকির হোসেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুল ইসলাম,আওয়ামী লীগের কচুয়া উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাচান কচি,কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাঙ্কু শেখর অধিকারী,সরকারি শহীদ শেখ আবুনাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রি, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সহ সভাপতি দিহিদার জাহিদুল ইসলাম বুলু,বিএমএফ টেলিভিশনের সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,বিএমএসএফ এর কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক এসকে হুমায়ুন,শিকদার সাইদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক ব্যক্তিবর্গ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,লেডিস্ ক্লাবের সদস্য,গণমাধ্যম কর্মী,শিক্ষার্থী প্রমূখ উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা