• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩  

বাগেরহাটের কচুয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়-দুস্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬৬ ইস্ট বেঙ্গলের ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন ৭ পদাতিক ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিব সালেক পিএসসি।

এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাসান, ক্যাপ্টেন এএসএম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আসিকুর রহমান, কচুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দোকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ  সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন কচুয়া উপজেলার ৫০০ জন অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, সেমাই, ও চিনি।  

কচুয়ার পদ্মনগর এলাকায় সু্বিধাভোগী বৃদ্ধা মোতালেপ শেখ বলেন, সেনাবাহিনী থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করি।

খলিশাখালী গ্রামের হাবিবুর রহমান বলেন, ঈদসামগ্রী দিয়েছে সেনাবাহিনী। আমার খুব আনন্দ লাগছে।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা