• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

বাগেরহাটের কচুয়ায় প্রশাসনের হস্তক্ষেপে ১০ম শ্রেনীর এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল। সোমবার কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মোছা: তাসমিনা খাতুন উপজেলার  গোপালপুর ইউনিয়নের বক্তারকাঠি গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ম শ্রেনীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় যে,গত সোমবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের বিশারখোলা গ্রামের দশম শ্রেনীর ওই ছাত্রীর (১৫)একই ইউনিয়নের বক্তারকাঠি গ্রামে ছেলের চাচার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল।খবর পেয়ে কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মোছা: তাসমিনা খাতুন ওই বাড়িতে উপস্থিত হয়ে ছাত্রীটির বিবাহ বন্ধ করে দেন।
এ সময় ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই ছাত্রীকে বিয়ে করা হবে না বলে ছেলেপক্ষ মুচলেখা দেয়।পরে ছাত্রীকে তার মা বাবা সহ সংশ্লিস্ট ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিকের জিম্মায় দিয়ে দেওয়া হয়। এ সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্কার সিদ্দিক,সাংবাদিক, যুবলীগ নেতা আবু বক্কার সেখ ও ইউপি সদস্য ও সদস্যাগন উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা