• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় ঠিকাদারের বাড়ীতে ডাকাতি, ১ ডাকাত আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ মে ২০২৩  

কচুয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদারআজাদ বালীর বাড়ীতে স্বশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশ বিদেশী পিস্তলসহ প্রদীপ কর্মকার (৩৫) নামের একজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার  ভোরে কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে কচুয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে  কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের গোয়ালমাট এলাকার বাড়ী থেকে প্রদীপ কর্মকার কে গ্রেপ্তার করা হয়। প্রদীপ কর্মকার ওই গ্রামের মৃত অমরি কর্মকারের ছেলে। এ সময় প্রদীপের হেফাজত থেকে একটি তুরস্কের তৈরী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি স্বর্নের চেইন, একটি স্বর্নের আংটি ও ডাকাতি কাজে ব্যবহ্নত একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়। কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, এর আগে ওই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিতে  এবং তার সনাক্ত করনে রোববার  সকালে প্রদীপ কর্মকার কে গ্রেপ্তার করা হয়।  প্রদীপের নিকট থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া চাঞ্চল্যকর এ মামলার তদন্ত অব্যাহত আছে। এ পর্যন্ত ওই ডাকাতির ঘটনায় মোট ৭ জন কে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য গত ১০ জানুয়ারী রাতে  ঠিকাদার আজাদ বালী ও  তার ভাইয়ের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।  অবৈধ অস্ত্রের মুখে বাড়ীর সকল কে বেধে রেখে স্বর্নালংকার ও নগদ টাকা ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত দল। এ দিকে ডাকাত গ্রেপ্তারের ঘটনায় বাগেরহাট পুলিশ অফিসে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম  রোববার  বিকেলে এক প্রেস ব্রিফিং করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা