• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুন্দরবনে মাছ শিকার চলছেই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩  

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাগেরহাটের পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার অব্যাহত রয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে পুর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকা থেকে আবারো দুটি ট্রলারসহ ১৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

বাগেরহাট বিভাগীয় বনবিভাগ জানায়, সোমবার দুপুরে সুন্দরবনের স্মার্ট টীমের বনরক্ষীরা কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমেরচরে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় দুটি ট্রলার ও জালসহ ১৫ জেলেকে আটক করেছে। আটককৃত এ জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায়। আটক এই জেলেরা বরগুনার সাবেক এক সংসদ সদস্যের মালিকানাধীন জেলে বহরের জেলে বলে বনরক্ষীরা প্রথামিকভাবে জানতে পেরেছেন। সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরা বন্ধ হ”েছ না। প্রায়শই ট্রলার ও জেলে আটক হ”েছ। গত শনিবারও দুবলারচরে ৫ ট্রলারসহ ৯ জেলে বনরক্ষীদের হাতে ধরা পড়ে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, আটক জেলেরা ডিমেরচর এলাকায় অবৈধভাবে মাছ ধরছিলো। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বরগুনার পাথরঘাটা এলাকার জেলেদের অবৈধভাবে মাছ ধরার প্রবণতা দেখা যায় এর সাথে বরগুনার মৎস্য ব্যবসায়ী ও সাবেক এক সংসদ সদস্য জড়িত রয়েছেন বলে এসিএফ জানিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা