• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

শরণখোলায় শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

শরণখোলা উপজেলার রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৩ টি করে ফলদ চারা বিতরণ করা হয়েছে। 

রবিবার (২০ আগষ্ট) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে শিশু শ্রেনী দেখে ফাজিল স্তরের  শিক্ষার্থীর হাতে একটি আম, একটি পেয়ারা ও একটি করে লেবু গাছের চারা তুলে দেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। 

আল সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আঃ রহিম, আল সুন্নাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, প্রভাষক মোহাম্মদ নাসরুল্লাহ ও শিক্ষক মোঃ নজরুল ইসলাম। 

এ ধরনের কর্মসূচি শিশুদের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তাদের কে পরিবেশ রক্ষায় উদ্যোগী করে তুলবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা