• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

বাগেরহাটের চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি দপ্তরের সভাকক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (প্রকল্প বাস্তবায়ন মূল্যায়ন) জেবুন নেছা জাবেদুর।

প্রকল্প পরিচালক শেখ ফজুলল হক মনির সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক শাকিলা আরভিন ঝুমু (প্রকল্প মূল্যায়ন মনিটরিং) এবং জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণটি সঞ্চালনে ছিলেন চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ। প্রশিক্ষণ শেষে কর্মকর্তরা উপজেলার বিভিন্ন সবজির ক্ষেত পরিদর্শন করেন।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা