• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

কচুয়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৩  

কচুয়ায় হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কাকারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মনজিলা বেগম (৪৫) উপজেলার কলমিবুনিয়া গ্রামের মহসিন শেখের স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী রাব্বি শেখের মা।

গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় রাব্বি শেখ ইটের আদলা দিয়ে এমরান শেখ (২২) নামের এক যুবকের মাথায় আঘাত করে। এমরান অজ্ঞান হয়ে পড়লে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের জলিল শেখের ছেলে। ঘটনার দুইদিন পরে বৃহস্পতিবার সকালে নিহত এমরান শেখের বাবা জলিল শেখ বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাকারবিল এলাকা থেকে এমরান শেখ হত্যা মামলার ৩নম্বর আসামী মনজিলা বেগম (৪৫)কে আটক করা হয়েছে। সকল আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা