• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর যন্ত্রাংশ নিয়ে পানামা জাহাজ মোংলা বন্দরে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর পশ্চিম জোনের ১০ম চালানের মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে বিদেশী বাণিজ্যিক জাহাজ “এমভি তাই হং সান”। বৃহস্পতিবার দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে এসে ভিড়ে বিদেশী বাণিজ্যিক এ জাহাজটি। রেলওয়ে সেতুটির পূর্ব ও পশ্চিম এ দুই জোনের মোট ৮৯ হাজার ৩৯৭ মেট্রিক টন পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস করা হলো। কর্তৃপক্ষ বলছে, মেশিনারিজ পণ্য নিয়ে আসা জাহাজটি সম্পূর্ণ খালাস করতে সময় লাগবে ৩/৪ দিন। 
স্থানীয় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানায়, যমুনা নদীর উপর নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতুর স্টিল ষ্ট্রাকচার, রেলিং ও স্টিল পাইপ ছাড়াও বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ রয়েছে জাহাজটিতে। পণ্য বোঝাই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স’র আমদানী করা রেলওয়ে সেতুর পশ্চিম জোনের এটি ১০ম চালানের পণ্য। দুপুরে দিকে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে পণ্য নিয়ে নোঙ্গর করে বিদেশী জাহাজটি। এবারের চালানে আমদানীকৃত ২৪৫টি প্যাকেজে এক হাজার ৮৮৭. ০৬৯ মেট্রিক টন বিভিন্ন মেশিনারিজ যন্ত্রাংশ নিয়ে আসে পানামা পতাকাবাহী বানিজ্যিক জাহাজ “এমভি তাই হং সান”। 
গত ১৯ নভেম্বর ভিয়েতনামের “হাইফং” বন্দর থেকে এসকল পণ্য নিয়ে ছেড়ে আসা জাহাজটি ৩০ নভেম্বর দুপুরে সরাসরি মোংলা বন্দর ৮ নম্বর জেটিতে এসে পৌঁছায়। ৪টি সাগর পথ পারি দিয়ে মোংলা বন্দরে পৌঁছাতে ১১ দিন সময় লেগেছে। আমদানীকৃত এসকল মালামাল কাস্টমসসহ অন্যান্য অফিসিয়ালী কার্যক্রম শেষে এদিন দুপুরের পালা থেকে পণ্য খালাস শুরু করে খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স বি এন্ড এম রহমান কোম্পানী। পণ্যগুলো খালাস করতে সময় লাগবে মাত্র ৩/৪ দিন, যা বার্জ যোগে নদীপথে সিরাজগঞ্জের যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প এলাকায় পশ্চিম জোনে নেয়া হবে বলে জানায় স্থানীয় শিপিং এজেন্ট। আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে এর আরো একটি চালান আসার কথা রয়েছে।  
জাহাজটির শিপিং এজেন্ট মেসার্স হক এন্ড সন্স এর খুলনা বিভাগের অপারেশন কর্মকর্তা মোঃ শওকাত হোসেন বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর দুই জোনের যতগুলো জাহাজ বাংলাদেশে পণ্য নিয়ে আসছে তার সবকটি জাহাজই মোংলা বন্দরে খালাস হয়েছে। বাকি যে পণ্য নিয়ে বিদেশ থেকে জাহাজ আসবে তাও এ বন্দরে খালাস করা হবে। ভাল সুযোগ সুবিধা থাকায় আমরা এখন মোংলা বন্দর ব্যবহার করছি।
বর্তমানে মোংলা বন্দরের সক্ষমতা আগের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী মোংলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে মোংলা সমুদ্র বন্দর হবে দেশের একটি পরিবেশ বান্ধব বন্দর হিসেবে আন্তর্জাতিক বাজারে সুনাম অর্জন করবে। এর আগে গত ৩ সেপ্টেম্বর ১৮১টি প্যাকেজে এক হাজার ৫৫৮.০৩৬ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে খালাস করেছিল কোরিয়ান পতাকাবাহী “এমভি কে এম সি মিরাকেল” নামের বানিজ্যিক জাহাজ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা