• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাজারের দীঘি থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে, হত্যা মামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

জেলার খান জাহান (রঃ) মাজার দিঘিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের স্ত্রী ও ভাই জেলা সদর হাসপাতাল মর্গে এসে মরদেহ দেখে শনাক্ত করেন। পরিচয় শনাক্ত অনুযায়ী লাশের নাম প্রহল্লাদ দাস (৪৫), তিনি কচুয়া উপজেলার বাসিন্দা। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

নিহতের স্ত্রী লিপিকা রানী দাস বলেন, গত ৩০ নভেম্বর বিকেলে আমার স্বামী প্রহল্লাদ দাস রোজগারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওইদিন বিকেল চারটার সময় তার সাথে আমার কচুয়ার সাইনবোর্ড এলাকায় দেখা হলে তিনি জানান ভাড়া নিয়ে বাগেরহাটে যাচ্ছেন ফিরতে দেরি হবে। রাত ১২টা বেজে যাওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পায়। এরপর আমার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ১ ডিসেম্বর কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপর মঙ্গলবার দুপুরে তার মরদেহটি বাগেরহাটের খানজাহান (রহ.) মাজার দীঘিতে ভাসমান অবস্থায় পেয়ে পুলিশ খবর দিলে সেখানে গিয়ে তাকে শনাক্ত করেছি।

তিনি বলেন, আমার স্বামীর সাথে কারও কোনো বিরোধ নেই। কারা কেনো তাকে হত্যা করলো তা বুঝতে পারছি না। এই হত্যার সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তিনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে বাগেরহাট হযরত খানজাহান (রহ.) মাজার দীঘিতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। গত ৩০ নভেম্বর কচুয়া উপজেলার সাংদিয়া গ্রাম থেকে প্রহল্লাদ দাস নামে এক ভ্যানচালক নিখোঁজ হন। মাজার দীঘি থেকে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ভ্যানচালকের বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছে। দুর্বৃত্তরা কেনো কিভাবে এই ভ্যানচালককে হত্যা করলো তা উদঘাটন করতে তদন্ত প্রক্রিয়াধীন। নিহতের ভ্যানটি উদ্ধার হয়নি।

এ ঘটনায় নিহতের ভাই সঞ্জিত দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা