• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে নকল সার জব্দ, জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

বাগেরহাটের মোল্লাহাটে নকল সার ক্রয় করে প্রতারিত হচ্ছে কৃষক সমাজ। এ খবর পেয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ও নকল সার জব্দ করেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মোল্লাহাট উপজেলা পরিষদ কম্পাউন্ডে নিয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা বুধবার (৬ ডিসেম্বর) জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার গাড়ফা বাজারের মেসার্স মেধা এন্টারপ্রাইজ নামক সারের দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির মোড়কের মোট ১২১ কেজি ভেজাল সার জব্দ করা হয়। যার বর্তমান বাজার মুল্য ৪১ হাজার ৮৬৫ টাকা। এ সব সার উৎপাদনকারী কোম্পানির নিবন্ধন বাতিল রয়েছে। জব্দ করা সকল নকল ও ভেজাল সার বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় ভেজাল সার ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা