• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুনীতি প্রতিরোধ কমিটি দুপ্রক মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফেষ্টুন-বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতান। উদ্বোধন শেষে মানববন্ধন ও “দুর্নীতি প্রতিরোধে করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার এস. এম. তারেক সুলতানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. রুহুল আমীন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. কুদ্দুস, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো.ওয়াদুদ খন্দোকার।

সভায় বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ইউপি চেয়ারম্যান মোর্শেদা খানম, সাংবাদিক শহিদুল ইসলাম, মাস্টার হরিচাঁদ কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুনীতি প্রতিরোধ কমিটি দুপ্রক উপজেলা শাখার সহ সভাপতি মাষ্টার ফারুকুল ইসলাম শিকদার, উপজেলা শাখার সদস্য যথাক্রমে অধ্যাপক সাজেদা সুলতানা, সমাজসেবক মো. ফারুক শরীফ, মাষ্টার তপন কুমার মিস্ত্রিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গার্লস গাইড, স্কাউটস সদস্য,  শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা