• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বেগম রোকেয়া দিবস উদযাপন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সক্রিয় অংশগ্রহণে বাগেরহাটে শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

এর আগে এ পক্ষ উপলক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক বাগেরহাটে বিভিন্ন উপজেলায় মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।

শনিবার জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সক্রিয় অংশ গ্রহণ থাকে।

আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ হোসেন।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাহেলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবুল হাসানাত খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানম, মহিলা পরিষদের সভাপতি অ্য্যাডভোকেট সীতা রানী দেবনাথ ও মহিলা ভাইস চেযারম্যান রিজিয়া পারভীন।

এ সময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী এস এম ইদ্রিস আলম জেলা ব্যবস্থাপক সেলপের পলাশ হালদার প্রমুখ।

উল্লেখ্য বাগেরহাট জেলার সকল উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে ব্র্যাক সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে বলে জেলা পর্যায়ের এ অনুষ্ঠানে জানানো হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা