• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সিদ্ধান্ত ছাড়াই শেষ বিএনপির বৈঠক, আবার বসবে শনিবার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্কাইপে রেখেই বৈঠকে বসেছিলেন দলের ক্ষুব্ধ স্থায়ী কমিটির নেতারা। দেড় মাস পর শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তারা। দুই ঘন্টা ব্যপ্তি বৈঠকটিতে ৫টি ইস্যু নিয়ে আলোচনার পর কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে।

জানা গেছে, গতকাল শেষ হয়ে গেলেও আগামী শনিবার আবার বসবে স্থায়ী কমিটির এই বৈঠক। ওইদিন নেতাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কী করতে হবে বিষয়ে হোম ওয়ার্ক করে আসতে বলা হয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকের পর কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা ও তার জামিন বিষয়ে আইনজীবীদের সঙ্গে আইনি পরামর্শ করেন নেতারা।

বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা