• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ (২৪ জানুয়ারি, বৃহস্পতিবার)। ২০১৫ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হলে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর তিনদিন পর ২৭ জানুয়ারি কোকোর মরদেহ দেশে আনা হলে বায়তুল মোকাররম মসজিদে জানাজাে শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সকালে নেতাকর্মীদের নিয়ে বনানী গোরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পারিবারিকভাবে কোকোর রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর জন্ম ১২ আগস্ট, ১৯৭০।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা