• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গণভবনে আ.লীগের বৈঠক আগামীকাল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আগামীকাল শনিবার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এ বৈঠকে আসন্ন বেশ কয়েকটি নির্বাচনের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিন সন্ধ্যায় অনুষ্ঠেয় এ বৈঠকের দিকে দৃষ্টি এখন প্রার্থীদের।

এ বৈঠক থেকেই সিদ্ধান্ত আসবে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন, উপজেলা পরিষদ নির্বাচন, কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের ও দলীয় কৌশলের বিষয়ে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, মূলত চারটি অ্যাজেন্ডা নিয়ে আগামীকাল বৈঠক হবে গণভবনে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে দলীয় এজেন্ডার পাশাপাশি জাতীয় রাজনীতির বিষয়টিও গুরুত্ব পাবে। কারণ ইতোমধ্যে বিএনপিসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে গণভবনে আমন্ত্রণের দিন চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী। আগামী ২ ফেব্রুয়ারি বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনের আগে যেসব দলের নেতা সংলাপে অংশ নিয়েছিলেন তাদের আনুষ্ঠানিকভাবে গণভবনে পিঠা ও চায়ের নিমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। আজকালের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া শুরু হবে। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও আমন্ত্রণ পাবেন। এ বিষয়েও আগামীকালের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ আমাদের সময়কে বলেন, শনিবারে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বেশ কয়েকটি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া সব ক’টি দলকে গণভবনে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ বিষয়েও কথাবার্তা হতে পারে বৈঠকে।

দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন, আসন্ন উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন এবং কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন নিয়েই মূলত কথা হবে এ বৈঠকে। অন্যান্য বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, এবার সংসদের সংরক্ষিত নারী আসনে দুয়েকজন ছাড়া বাকি সবাই প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন। মনোনয়নের ক্ষেত্রে দলের প্রতি ত্যাগকেই বড় যোগ্যতা হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রীয় নেত্রীদের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছেন জেলা পর্যায়ের মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রীরা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করছেন অথচ আলোচনায় নেই, এমন পরিবার থেকেও কয়েকজন আসছেন সংরক্ষিত আসনে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রাপ্য ৪৩টি এমপি পদের বিপরীতে ৪০ জনই প্রথমবারের মতো মনোনয়ন পেতে যাচ্ছেন।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটিতে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে আসনটিতে দলীয় মনোনয়ন ফরম ছেড়েছে আওয়ামী লীগ। সৈয়দ আশরাফের ভাই সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ শাফায়েতুল ইসলাম, রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন, কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনসহ ৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। মশিউর রহমান হুমায়ুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন তার বোন সৈয়দ জাকিয়া নূর লিপি। তিনি আজ শুক্রবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন আওয়ামী লীগের ধানম-ি কার্যালয় থেকে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনের মেয়র পদে এর আগে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আদালতের রায়ে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়। আইনি জটিলতা শেষে আবার নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ডিএনসিসিতে মেয়র পদে ব্যবসায়ী না রাজনীতিবিদ কাকে মনোনয়ন দেওয়া হবেÑ এমন ভাবনাও রয়েছে আওয়ামী লীগে। দলের মধ্যে আলোচিত হয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমকে নিয়েও। কিন্তু দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, আতিকুল ইসলামকে যেহেতু এর আগে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবারও তিনিই মনোনয়ন পেতে যাচ্ছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৭ জন প্রার্থী মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া আগামী মার্চের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। ধাপে ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনে এবারও দলীয় প্রতীকে ভোট হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দ দেবে আওয়ামী লীগ। দলীয় প্রতীক বরাদ্দের মাপকাঠি কী হবে সে বিষয়ে আলোচনা হবে কালকের বৈঠকে। দলটির নেতারা জানিয়েছেন, সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা নির্বাচন চায় আওয়ামী লীগ। এ জন্য প্রতিটি উপজেলায় তিনটি মুখ্য পদে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে দলটি। এর আগের উপজেলো নির্বাচনে যেসব এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে, ওইসব উপজেলায় শুরুতে নির্বাচন করার পক্ষে মত রয়েছে আওয়ামী লীগে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা