• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিএনপিকে ভাঙার কিছু নেই। তারা নিজেরাই ভেঙে পড়েছে। বর্তমানে নেতৃত্ব সংকটে ভুগছে দলটি।

আজ মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, বিএনপিকে কখনও ড. কামাল হোসেন, কখনও লন্ডন থেকে তারেক জিয়া আবার জেল থেকে কখনও খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন। ফলে তাদের প্রকৃত নেতা কে সেটাই বোঝা দুষ্কর হয়ে পড়েছে। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্য ও সিদ্ধান্তহীনতার কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। জনগণ এসব আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করেছে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুজিবনগরে রেল লাইন ও ৫০০ কোটি টাকা ব্যয়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। 

মেহেরপুর-২ আসনের  সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা