• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘মদিনা সনদ’-এ দেশ শাসন করতে যাচ্ছে পাকিস্তান!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

‘মদিনার সনদ’। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রে প্রথম সংবিধান। এ সনদের আলোকেই রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি। মদিনার সনদ আজও বিশ্বব্যাপী সর্বকালের সর্বযুগের সেরা সংবিধান হিসেবে স্বীকৃত। এ ‘মদিনার সনদ’ সংবিধানের আলোকেই নাকি দেশ পরিচালনা করতে যাচ্ছে পাকিস্তান!

পাকিস্তানভিত্তিক উর্দু পত্রিকা ডেইলি জং-এর তথ্য মতে, পাকিস্তানের ধর্মবষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদরি বলেছেন-
‘প্রথমবারের মতো পাকিস্তানের কোনো সরকার দেশটিতে মদিনা সনদ চালুর কথা বলেছেন। পাকিস্তানে ‘মদিনা সনদ’-এ দেশ শাসন চালু হবেই, চাই এটা বর্তমনা সরকারই চালু করুক কিংবা অন্য কেউ এ সৌভাগ্য অর্জন করুন।

গত রোববার (৬ অক্টোবর) লাহোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদরি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যে কোনো মূল্যে পাকিস্তানকে মদিনার আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছে ইমরান খানের সরকার। সত্যিই কি পাকিস্তান মদিনার সনদের আলোকে শাসন করবে দেশ? সেটিই দেখার বিষয়।

তবে এ কথা সর্বজনবিদিত যে, মদিনার সনদের আলোকে পৃথিবীর যে কোনো দেশই শাসন হবে, সেখানে শান্তি-নিরাপত্তা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠা লাভ করবে। মদিনার প্রথম ইসলামি রাষ্ট্রই এর জলন্ত প্রমাণ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা