• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মালিকের অগোচরে রাখালের জিম্মাদারি ও আল্লাহভীতি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

ইসলামে বিশ্বাসী মানুষের শতশত সুন্দর ঘটনার মধ্যে এটিও একটি। মালিকের অগোচরে সামান্য রাখালও মহান আল্লাহকে অন্তর থেকে ভয় করেছিলেন। যে ভয় ও জিম্মাদারির কারণে বিনিময়ে উপহারসহ পেলেন দাসত্ব থেকে মুক্তি। ইসলামের এ সুন্দর ঘটনা ওঠে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে। সুন্দর এই ঘটনাটি হলো এমন-

একদিন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার উপকণ্ঠে বের হলেন। তখন তাঁর সঙ্গে তাঁর কিছু সঙ্গীরাও ছিল। সঙ্গীরা খাবারের জন্য দস্তরখানা তৈরি করলো। তখনই ঐদিক দিয়ে এক রাখাল তার বকরির পাল নিয়ে অতিক্রম করছিলো।

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ‘হে রাখাল! এসো আমাদের সঙ্গে বসে তুমিও কিছু খাও ও পান করো।’

রাখাল বলল, ‘আমি রোজাদার।’

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘এমন প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রাখছো যখন আবহাওয়া অত্যান্ত গরম এবং এ পাহাড়ে তুমি বকরি চড়াচ্ছো।’

রাখাল বলল, ‘হ্যাঁ!’ আমি ঐ শূন্য দিনের প্রস্ততি নিচ্ছি যখন আমল করার সুযোগ থাকবেনা, তাই আমল করে নিচ্ছি।’

আল্লাহভীতির পরীক্ষা

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের আল্লাহ ভীতি পরীক্ষা করার জন্য তাকে বললে, ‘তুমি তোমার এই বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করবে? আমরা নগদ মুল্যে তা কিনবো এবং তোমার ইফতারের জন্য এখান থেকে গোশতও দেব।’

রাখাল বলল, ‘এ বকরির পাল তো আমার নয়, যে আমি তা থেকে বিক্রি করবো, বরং তা আমার মালিকের; তাই আমি এখানে হস্তক্ষেপ করতে পারবো না।’

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ‘তোমার মালিক যদি কোনো বকরি কম পায় তাহলে বলবে একটি বকরি হারিয়ে গেছে; তখন সে আর কোনো কিছু বলবেনা। কেননা পাল থেকে দু একটা বকরি পাহাড়ে হারিয়ে থাকে।’

একথা শুনা মাত্র রাখাল এবার হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বের হয়ে গেল এবং স্বীয় আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলল- ‘আল্লাহ কোথায়?’

যখন রাখাল চলে গেল তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এ বাক্যটি বারবার বলতে লাগলেন- ‘আল্লাহ কোথায়?’; ‘আল্লাহ কোথায়?’

যখন হজরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এলেন তখন রাখালের মালিকের কাছে নিজের লোক পাঠিয়ে তার কাছ থেকে ঐ বকরির পালসহ রাখালকে কিনে নিলেন। আর তাকে মুক্ত করে দিয়ে বকরির পাল তাকে দান করে দিলেন।’ (বায়হাকি ৫২৯১, উসুদুল গাবাহ ৩০৮৬)

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা