• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হচ্ছে না গ্রুপপর্বে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

ফুটবল ভক্তদের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই নেই এই বছরে। ২ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। তারপর আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না ফুটবলের জমজমাট নতুন মৌসুমের জন্য। তার আগেই ১৪ জুন তারিখে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে দক্ষিণ আমেরিকার প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার। ফাইনাল গড়াবে ৭ জুলাই। রিও ডি জেনিরোতে কাল অনুষ্ঠিত হলো কোপা আমেরিকা গ্রুপপর্বের ড্র। আর তাতে গ্রুপপর্বে দেখা না হওয়া নিশ্চিত হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের।

ব্রাজিল ভক্তদের জন্য সুখবর। ‘এ’ গ্রুপে তাঁদের বাকি প্রতিপক্ষ তুলনামূলক সহজ—পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া। ঘরের মাঠের টুর্নামেন্ট, তাই ব্রাজিল এমনিতেও ফেবারিট। বাকি এগারো দলের মধ্যে ফর্ম ও র‌্যাঙ্কিংয়েও তাঁরা এগিয়ে। শেষ বিশ্বকাপেও লাতিন আমেরিকার একমাত্র দল হিসেবে কোয়াটার ফাইনালে উঠেছিল ব্রাজিল। তবে শেষ ২০০৭ কোপা জেতা ‘সেলেসাও’রা নিজ মাঠে শিরোপা উপহার দিতে পারবেন কি না, সেই চাপ তো থেকেই যাচ্ছে।

আর্জেন্টিনার ভক্তদের জন্য কিছুটা চাপ থাকবে। ব্রাজিলের চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে দলটি। ‘বি’ গ্রুপে তাঁদের বাকি তিন প্রতিপক্ষ—কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার সাম্প্রতিক ইতিহাস তো আছেই। এ বছরের বিশ্বকাপের পর আকাশি-সাদা জার্সিতে মেসিকে দেখা না গেলেও, দেশের হয়ে একটি বড় টুর্নামেন্ট জেতার সুযোগ হাত ছাড়া করতে চাইবেন না আর্জেন্টিনা বার্সেলোনা তারকা মেসি, এমনটাই ধারণা করা হচ্ছে। ১৫ জুন কলম্বিয়ার মুখোমুখি হয়ে কোপা শিরোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

কোপায় গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে গ্রুপপর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। উরুগুয়ের সঙ্গে লড়তে হবে দলটিতে। ‘সি’ গ্রুপে চিলির বাকি দুই প্রতিপক্ষ—জাপান ও ইকুয়েডর।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা