• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সিরিজের আগেই দুঃসংবাদ পেলো বাংলাদেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ মে ২০২৩  

দীর্ঘ ৪ বছর পর ইংল্যান্ডে খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। তবে সিরিজের আগেই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির!

মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মে একই সময়ে শুরু হবে।

ইংল্যান্ডে এখন বর্ষাকাল চলছে। বেশিরভাগ সময়ই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। যে কারণে তামিম ইকবালদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। ম্যাচের মাঠেও অনুশীলন করার সুযোগ হয়নি লাল সবুজদের।  

বিষয়টি নিয়ে গণমাধ্যমে আক্ষেপ প্রকাশ করে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভাব্য সেরা প্রস্তুতি আমরা নিতে পারিনি। আসার পর এক দিন অনুশীলন করতে পেরেছি। এর মধ্যে যতটা সম্ভব প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। বাকিটা মানসিক প্রস্তুতি।’

ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে যা চলতে পারে সারাদিনই। তাই শঙ্কা আছে ম্যাচটি পরিত্যক্ত হওয়ারও।

সিরিজের বাকি দুই ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ১২ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেমসফোর্ডে থেমে থেমে বৃষ্টির শঙ্কা আছে। আর ১৪ মে সিরিজের শেষ ম্যাচের দিন ভোর ৬টা থেকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। যদি তাই হয়, ইংলিশ কন্ডিশনে ভেস্তে যেতে পারে পুরো আয়ারল্যান্ড সিরিজই। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা