• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নায়ক মান্না স্মরণে শিল্পী সমিতির যতো আয়োজন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

জনপ্রিয় চিত্রনায়ক মান্নার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এই নায়ক।

আজ মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘চিত্রনায়ক মান্না যেমন সফল নায়ক ছিলেন তেমনি দক্ষ সংগঠকও ছিলেন। তার মৃত্যুতে ঢাকাই চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতেই শিল্পী সমিতির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’

জায়েদ খান জানান, মান্নার আত্মার মাগফিরাত কামনায় রোববার সকাল থেকে ১০ জন ইমাম এফডিসির মসজিদে কোরআন খতম করছেন। বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে মিলাদ মাহফিল ও গরিব অসহায়দের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না। জীবদ্দশায় দুইশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

২০০৬ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় এ অভিনেতা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা